Saturday, September 21, 2024
Google search engine
Homeদেশচট্টগ্রামকুমিল্লায় ত্রাণ দিতে এসে প্রাণ হারালেন চট্টগ্রামের এক সরকারি কর্মকর্তা

কুমিল্লায় ত্রাণ দিতে এসে প্রাণ হারালেন চট্টগ্রামের এক সরকারি কর্মকর্তা

কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভূমি উপসহকারী কর্মকর্তা। জেলার মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করে ফেরার পথে শুক্রবার (৩০ আগস্ট) রাতে লালমাই উপজেলার কাপাসতলায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও চার জন গুরুতর আহত হয়েছেন।

নিহত আনিসুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলের ভূমি উপসহকারী কর্মকর্তা।

জানা গেছে, আনিসুর গ্রামের পক্ষ থেকে এবং চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে ট্রাক্টরে করে শুক্রবার (৩০ আগস্ট) সকালে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জে আসেন। সেখানে বড়কেশতলা ও লাল চাঁদপুর গ্রামে অন্তত দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেন। রাতে ফেরার পথে তার মৃত্যু হয়।

আহত ময়নাল হোসেন জানান, মনোহরগঞ্জ থেকে ফেরার পথে লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এলে আনিসুর রহমানদের ট্রাক্টরের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে গুরুতর আহত হন ট্রাক্টরের থাকা পাঁচ জন। এর মধ্যে আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।

অপর আহত গোলাম রাব্বি জানান, নিহত আনিসুর রহমান একজন উপসহকারী ভূমি কর্মকর্তা। তিনি সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলে কর্মরত ছিলেন। বন্যার্তদের সহযোগিতার জন্য এলাকায় বারবার খোঁজখবর নিচ্ছিলেন। শুক্রবার ছুটির দিন থাকায় তিনি এসে এলাকার স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে মনোহরগঞ্জে যান। কিন্তু ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments