বাংলার প্রতিচ্ছবি । ১২ নভেম্বর ২০২৪ !! ২২:৫০
সাদ বিন আজিজুর রহমান। নামটা শুনলে চোখে ভেসে উঠে আরবের মরুর দেশের কারো ছবি। কিন্তু এই ছেলে আরবের না, বগুড়ার দুপচাঁচিয়ার। দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার ছাত্র। তার বাবা সে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও উপজেলা মসজিদের খতিব।
হাতখরচের টাকা আর প্রেমঘটিত বিরোধ ছেলেটির, তার মায়ের সাথে। সাদামাটা ঘটনা, বাঙালি সমাজের খুবই মামুলি ব্যাপার এসব। কিন্তু ছেলেটি ঘটিয়েছে একদম পিলে চমকে উঠার মতো ঘটনা।
তাৎক্ষণিক ঝগড়া থেকে গরম মাথায় নয়, মাদ্রাসা থেকে বাসায় ফিরে ঠাণ্ডা মাথায় তরকারি কুটারত গর্ভধারিণী মা’কে শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে হাত বেঁধে ফ্রিজে ঢুকিয়ে রেখে কুড়াল দিয়ে বাসার আসবাবপত্র কুপিয়ে ডাকাতির নাটক মঞ্চস্থ করে বাবাকে খবর দিয়েছে মা নিখোঁজ! স্বাভাবিকভাবে জানাজায় অংশ নিয়েছে, ফেসবুক ভাসিয়ে দিয়েছে স্ট্যাটাসে। কী অবলীলায়, কী স্বাভাবিকভাবে!
র্যাব, ব্রিলিয়ান্ট র্যাব, ঠিকই আবিষ্কার করে ফেলেছে সত্যিকারের নাটকটা!
এই প্রজন্ম এতো হিংস্র, এতো বর্বর, এতো আক্রমণাত্মক কেন হচ্ছে!? ইদানীং এ প্রজন্মের কথাবার্তা শুনলে মনে হয় যেন বিষাক্ত কোবরার হিসহিস শব্দ শুনছি। কাজকর্মও একই ধরনের জংলি, বর্বর, হিংস্র।
এসবের কারণ ও প্রতিকার অনুসন্ধান জরুরি।