বাংলার প্রতিচ্ছবি । ০১ নভেম্বর ২০২৪ !! ১৩:৩৩
হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাচালানের চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয়েছে চার পাচারকারীকে।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সকাল পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।
জানা গেছে, সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ ছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, চোরাকারবারিরা ওই জায়গায় ভারতীয় পণ্য মজুত করে বাজারে বিক্রি করতো। তারা চিনি ভারতীয় বস্তা থেকে বের করে দেশি কোম্পানি ‘ফ্রেস’-এর লোগো সংবলিত বস্তায় ভরে বাজারে বিক্রি করে। অভিযানের সময় বস্তা সেলাই ও টাকা গণনার মেশিন জব্দ করা হয়।