Friday, November 22, 2024
Google search engine
বাড়িদেশহবিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকাসহ বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ, আটক...

হবিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকাসহ বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ, আটক ৪

হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাচালানের চিনি জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয়েছে চার পাচারকারীকে।

শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সকাল পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

জানা গেছে, সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ ছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, চোরাকারবারিরা ওই জায়গায় ভারতীয় পণ্য মজুত করে বাজারে বিক্রি করতো। তারা চিনি ভারতীয় বস্তা থেকে বের করে দেশি কোম্পানি ‘ফ্রেস’-এর লোগো সংবলিত বস্তায় ভরে বাজারে বিক্রি করে। অভিযানের সময় বস্তা সেলাই ও টাকা গণনার মেশিন জব্দ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments