বাংলার প্রতিচ্ছবি । বুধবার, ২৬ আগস্ট ২০২৩ । আপডেট ১৮:১৬
ইনজুরির কারণে এশিয়া কাপে তামিম ইকবাল নেই। বিশ্বকাপে ফিরতে পারবেন কিনা সেটি নিয়েও সংশয় আছে। কিন্তু বড় টুর্নামেন্টে তামিমের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিশ্চিতভাবেই মিস করার কথা নতুন ওয়ানডে অধিনায়কের। সরাসরি তামিমকে মিস করার কথা না বললেও অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটাররা সব সময়ই দলের জন্য গুরুত্বপূর্ণ।
তামিম ইকবাল লম্বা সময় ধরে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় নেতৃত্ব নিয়ে ঝুঁকি নেননি তিনি। দলের স্বার্থে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তবে ফিট হয়ে সাধারণ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সিরিজে ফেরার জোরালো সম্ভাবনা আছে তার। এর মাঝে তার সেবা পাওয়া থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। এই পরিস্থিতিতে তামিমের মতো ক্রিকেটারের অভিজ্ঞতা দলের জন্য কতটা প্রয়োজন? এমন প্রশ্নের উত্তরে কারও নাম না বললেও সাকিব বলেছেন, ‘যেকোনও অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা যখন থাকে। ওগুলো শেয়ার করলে যারা নতুন এসেছে, তাদের জন্য সব কিছু সহজ হয়ে যায়।’
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ঢাকা ছাড়বে রবিবার। এবারের টুর্নামেন্টটি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। কিছুদিন আগে শ্রীলঙ্কা থেকে সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে এসেছেন। স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা কাজে লাগবে সাকিবের, ‘এশিয়া কাপে পাল্লেকেলেতে আমাদের প্রথম খেলা শ্রীলঙ্কার সঙ্গে। ওখানে সাধারণত আগের রেকর্ড অনুসারে ব্যাটিং পিচ হয়ে থাকে। ব্যাটাররা রান করার সুবিধা পায়, বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে ব্যাটারদের জন্যও চ্যালেঞ্জিং বেশি ও তাড়াতাড়ি রান করা। ’
লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার কিছু অসুবিধার কথাও জানালেন সাকিব, ‘আমাদের সব দিকে প্রস্তুতি থাকতে হবে। এলপিএলে আমরা সম্ভবত এশিয়া কাপের উইকেটে খেলিনি। পিচগুলো একটু আলাদা ছিল। ওখানকার সঙ্গে তুলনা করা কঠিন হবে। যে কন্ডিশনের উইকেট দেখে এসেছি, খুব বেশি বদলানোর সম্ভাবনা নেই। যেহেতু তিন চারদিন আগে যাচ্ছি, মানিয়ে নিতে খুব বেশি কঠিন হবে না।’
এশিয়া কাপের জন্য প্রায় দুই সপ্তাহের মতো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় মাত্র এক দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন। তবে কোচিং স্টাফদের কাছ থেকে জেনেছেন দল কীভাবে প্রস্তুতি নিয়েছে, ‘কোচ যেটা বললো খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতটুকু জেনেছি খুব ভালো প্রস্তুতি হয়েছে। দুর্ভাগ্য যে এবাদত আমাদের দলের অংশ হতে পারছে না। ও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিল। ওই জায়গা থেকে বিষয়টা ধাক্কার। তারপরও বলবো যে ধরনের প্রস্তুতি ও স্কোয়াড আছে, আমরা অনেক দূর যেতে পারবো। ’