Friday, November 22, 2024
Google search engine
বাড়িজাতীয়সচিবদের নিয়ে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক

সচিবদের নিয়ে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মত সচিবদের নিয়ে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়) এই বৈঠক শুরু হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীসভা ও রিপোর্ট অনুবিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, “যথা সময়ে সচিব সভা শুরু হয়েছে। বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। সার্বিক বিষয়ের খোঁজখবর নেবেন প্রধান উপদেষ্টা।”

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনদিন বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। ৮ অগাস্ট নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এই যাত্রায় ইউনূসের সঙ্গী হয়েছেন ২০ জন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মোট ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের হাতে রেখেছেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই ডজন দপ্তরে সচিব পদে রদবদল আনা হয়েছে। আগের সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডজনখানেক কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনে আগের সরকারের প্রভাব কমাতে আওয়ামী লীগ শাসনামলে বাঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো পাঁচজন অতিরিক্ত সচিবকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় প্রশাসনে ফিরিয়ে আনা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments