Friday, November 22, 2024
Google search engine
বাড়িআন্তর্জাতিকসকল অস্ত্র দিয়ে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে: ইরান

সকল অস্ত্র দিয়ে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে: ইরান

ইসরায়েলি হামলার জবাব দিতে সব হাতিয়ার কাজে লাগাতে প্রস্তুত ইরান। সোমবার (২৮ অক্টোবর) এই দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেছেন, ইসরায়েলকে সুনির্দিষ্ট ও যথাযথ জবাব দিতে সব হাতিয়ার ব্যবহার করবে ইরান।

শনিবার ইরানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলাকে কিছুটা তুচ্ছ করেই তেহরান দাবি করে, তাদের খুব সামান্যই ক্ষতি হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে দাবি করেছে,শনিবার তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র কারখানাসহ একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তিন দফা বিমান হামলা চালানো হয়েছে।

একই বক্তব্যে বাঘাই বলেছেন, ইসরায়েলি হামলার প্রকৃতির ওপর ইরানের জবাবের মাত্রা নির্ভর করবে।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রবিবার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শক্তি প্রদর্শনের মাত্রা ইরানি কর্মকর্তারাই নির্ধারণ করবেন।

তিনি আরও বলেছেন, ইসরায়েলের হামলা নিয়ে অবহেলা বা অতিরঞ্জন, কোনোটিই কাম্য নয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শত্রুভাবাপন্ন দেশ দুটি হামলা-পাল্টা হামলার চক্র চালিয়ে যাচ্ছে। এরমধ্যেই চলতি মাসের ১ তারিখ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় পুরো হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছিল। ওই হামলার জবাবেই শনিবার বিমান হামলা চালায় তেল আবিব।

ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে আছে ইসরায়েল। আর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে একবছর ধরে তাদের যুদ্ধ চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments