Tuesday, December 3, 2024
Google search engine
বাড়িপ্রধান সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পাচ্ছেন ডিসি-ইউএনও

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পাচ্ছেন ডিসি-ইউএনও

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে জেলা পর্যায়ের প্রতিষ্ঠানে সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এ ছাড়া মহানগর পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪ সালের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৬৮ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো।

নির্দেশনায় অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো।

এ ছাড়া মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার অথবা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments