Thursday, November 21, 2024
Google search engine
বাড়িখেলাক্রিকেটশামীমের ৮৪ রান ও শরিফের ৫ উইকেটে জয় দেখছে চট্টগ্রাম

শামীমের ৮৪ রান ও শরিফের ৫ উইকেটে জয় দেখছে চট্টগ্রাম

রাজশাহীকে ১১২ রানে অলআউট করে প্রথম দিনেই ব্যাটিংয়ে নেমেছিল চট্টগ্রাম। কিন্তু দিন শেষ হওয়ার আগেই তারা হারিয়ে ফেলে ৮ উইকেট। ৬১ রানের লিড নিয়ে রবিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম দারুণ ব্যাটিং করেছে। শামীমের ব্যাটে চড়ে তাদের স্কোর দাঁড়ায় ২৫২ রান। তাতে করে ১৪০ রানের লিড পায় চট্টগ্রাম। এরপর রাজশাহী ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২০২ রান। হাতে দুই উইকেট নিয়ে কতদূর যেতে পারবে, সেটিই এখন দেখার। ইতিমধ্যে ৬২ রানের লিড নিয়েছে রাজশাহী।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছে। রাজশাহীকে অল্প রানেই আটকে ফেলেছিল তারা। কিন্তু নিজেরা ব্যাটিংয়ে নেমে পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। আগের দিন অপরাজিত থাকা ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি আজ ৮৪ রান নিয়ে অপরাজিত ছিলেন। ১২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। তাতে চট্টগ্রাম আড়াইশ ছাড়ায়। অষ্টম উইকেটে শামীম এবং আশরাফুল হাসান মিলে গড়েন ৬৭ রানের জুটি। আশরাফুল ১০ রানে আউট হওয়ার পরই মূলত শেষ হয়ে যায় স্বাগতিক চট্টগ্রামের ইনিংস। আগের দিন ৬১ রানের সাথে আজকে আরও ৭৯ রান লিড নেয়।

রাজশাহীর বোলারদের মধ্যে সাব্বির হোসেন ৩১ রানে তিনটি এবং ওয়াসি সিদ্দিকী তিনটি উইকেট নিয়েছেন।

১৪০ রানের পিছিয়ে থেকে রাজশাহী তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। চট্টগ্রামের পেসার আহমেদ শরিফের গতির কাছে পরাস্ত হয়ে রাজশাহী দিনশেষে ২০২ রান তুলতে হারায় ৮ উইকেট। রাজশাহীর ব্যাটাররা অনেকেই ভালো শুরু করেও ইনিংসটাকে বড় করতে পারেনি। সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন সাব্বির হোসেন। এছাড়া তানজিদ হাসান তামিম খেলেন ৪০ রানের ইনিংস। দিন শেষে ৬২ রানের লিড নিয়েছে তারা। শাখির হোসেন ৪২ ও ওয়ালিদ ২ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে আহমেদ শরিফ ৪৭ রানে নেন ৫টি উইকেট। এছাড়া ইফরান হোসেন দুটি এবং নাঈম হাসান একটি করে উইকেট নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments