বাংলার প্রতিচ্ছবি । ১৭ অক্টোবর ২০২৪ !! ১৩:৩৯
ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার অধিকার ইসরায়েলের রয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ অক্টোবর) একটি সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এই তথ্য জানিয়েছেন। এসময় তিনি বলেন, বেসামরিকদের সুরক্ষা দেয় এমনভাবে ইসরায়েলের অভিযান চালানো উচিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলারকে একটি ইসরায়েলি বিমান হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। উল্লেখিত ওই হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের পৌরসভার সদর দফতর ধ্বংস হয়। এতে মেয়রসহ ১৬ জন নিহত হন।
জবাবে মিলার বলেছিলেন, নির্দিষ্ট কোনও হামলার বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না। তবে তিনি বলেন, ‘বেসামরিক ভবন ধ্বংস করা হয়েছে। আমরা তা দেখতে চাই না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জানি, অনেক সময় হিজবুল্লাহ বেসামরিক ভবনের নিচে লুকিয়ে, ভবনের ভেতরে ঢুকে কাজ করে। আমরা গত দুই সপ্তাহ ধরে বেসামরিকদের ঘরে রাখা রকেট ও অন্যান্য সামরিক অস্ত্রের ফুটেজ দেখেছি।’
তিনি আরও বলছিলেন, ‘ইসরায়েলের সেই বৈধ লক্ষ্যগুলোকে লক্ষ্যবস্তু করার অধিকার রয়েছে। তবে তাদের এটি এমনভাবে করা দরকার যেভাবে করলে বেসামরিক অবকাঠামো সুরক্ষিত থাকে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়।’
ওয়াশিংটন হিজবুল্লাহ’র ওপর আক্রমণ চালাতে এবং এর শক্তি কমাতে ইসরায়েলের সীমিত অনুপ্রবেশকে সমর্থন করে বলে জানান মিলার। তবে দেশটি বৈরুতে বিস্তৃত বোমা হামলার বিরোধিতা করে এবং এমন হামলার বিরোধিতা করে যা বেসামরিক ক্ষতি এড়ায় না।