বাংলার প্রতিচ্ছবি । ২১ নভেম্বর ২০২৪ !! ২০:২৪
রিকশাচালকদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল শুরু করে। এরপর বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে এসে বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়। মিছিলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।
এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক জানান, রিকশাঅলারা জীবিকার তাগিদে রাস্তায় বের হয়। ব্যাটারির পরিবর্তে কী ব্যবহার করলে ভালো হবে— সেটা না বলে কেন সেনাবাহিনী তাদের ওপর লাঠিচার্জ করলো আমরা জানতে চাই। অনেক রিকশাচালক আছে— যাদের প্যাডেল করে রিকশা চালানোর শক্তি নেই। তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে কেন তাদের মারধর করা হলো।