বাংলার প্রতিচ্ছবি । ০৪ নভেম্বর ২০২৪ !! ১৬:৫১
রাজধানীর যমুনা ফিউচার পার্কের পঞ্চমতলা থেকে লাফিয়ে পড়ায় মো. আরমান হোসেন (১৮) নামে এক তরুণ মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৩ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে এভার কেয়ার হসপিটালের জরুরি বিভাগ নেওয়া হলে কর্তরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সিসিটিভির ফুটেজ দেখে ও ঘটনাস্থলের আশপাশের লোকজনদের জিজ্ঞেসাবাদ করে জানা গেছে, রবিবার বিকালে যমুনা ফিউচার পার্কের পঞ্চমতলা থেকে ওই যুবক লাফিয়ে নিচে পড়ায় তার মৃত্যু হয়েছে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এভার কেয়ার হসপিটালে নিয়ে যান।
তিনি বলেন, কেন বা কী কারণে তিনি লাফিয়ে নিচে পড়েছেন, সে বিষয়ে এখনও জানা যায়নি।
নিহতের বাবা রেনু মিয়া পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। তার মা অসুস্থ। পরিবারটি অর্থনৈতিকভাবে অসচ্ছল। নিহত আরমানও বেকার ছিলেন। পারিবারিক অসচ্ছলতা মা অসুস্থসহ নানা কারণে ডিপ্রেশন থেকে এমন ঘটনা হতে পারে।
এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
হবিগঞ্জের লাখাই উপজেলার মশাদিয়া গ্রামের রেনু মিয়া ও মা শামছুন্নাহারের ছেলে নিহত আরমান। বর্তমানে রামপুরা হাজীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।