Friday, November 22, 2024
Google search engine
বাড়িপ্রধান সংবাদমারা গিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান ফিজার

মারা গিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান ফিজার

সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।

মোস্তাফিজুর রহমান ফিজারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তারিক শমী।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে টানা আট বার সংসদ সদস্য হয়েছেন মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথমবারের এমপি হন। এ ছাড়া ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পরে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

মোস্তাফিজুর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৩ সালে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মোস্তাফিজুর রহমান ফিজার স্ত্রী, দুই কন্যা, জামাতা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments