বাংলার প্রতিচ্ছবি । ১৯ আগষ্ট ২০২৪ !! ১৭:৫৯
ঢাকার সাভারের আশুলিয়া ডিইপিজেডের পোশাক কারখানায় চাকরির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা। সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন।
জানা গেছে, গতকালের মতো সোমবার সকাল থেকে ডিইপিজেডের মূল ফটকের সামনে চাকরিপ্রত্যাশীরা জড়ো হতে থাকেন। পরে তারা চাকরির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এদিকে খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বুঝিয়ে কিছু সময়ের জন্য সরিয়ে দিলেও তারা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সুব্রত কুমার সাহা বলেন, আজকেও সকাল থেকে ডিইপিজেডের মূল ফটকের সামনে জড়ো হয়ে চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে বুঝিয়ে নিয়ম অনুযায়ী চাকরির জন্য কারখানায় আবেদন করতে বললেও তারা সেটা মানছে না। চাকরির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তবে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।