Thursday, November 21, 2024
Google search engine
বাড়িপ্রধান সংবাদবাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার: মান্না

বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার: মান্না

বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার করা দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই সংস্কার দরকার। যেকোনও একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করলে প্রতিদিন সেটা আরও উন্নত হয়।

তিনি বলেন, আমি যেরকমভাবে মুগ্ধ, আবু সাঈদকে সম্মান জানাই, তেমনিভাবে যারা প্রবাসে থেকে আন্দোলন করেছেন তাদেরও সম্মান জানাই। সরকারের কাছে দাবি করছি, প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়া হোক। বাংলাদেশে আসার পরে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারে সে ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, প্রবাসে যাওয়ার সময় মানুষ অনেক সিন্ডিকেটের মধ্যে পড়ে। এই ধরনের সিন্ডিকেট ভাঙতে হবে— এই যে অনেক বেশি টাকা দিয়ে অনেক নির্যাতন ও বঞ্চনার শিকার হতে হয়। প্রবাসীরা যাতে নিজেদের জীবন সুন্দর করতে পারে সরকারকে সে ব্যবস্থা করতে হবে।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাংবাদিক সোহরাব হাসান, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক গোলাম মোর্তোজা, সাংবাদিক আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক ডা. শান্ত শাখাওয়াত, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

এছাড়া উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments