Friday, November 22, 2024
Google search engine
বাড়িজাতীয়বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ৩টায় ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আব্দুর রউফ তালুকদার এক পৃষ্ঠার একটি পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ‘ব্যক্তিগত অসুবিধা’র কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। এমনকি তিনি তার বাসভবন গভর্নর হাউজেও ছিলেন না।

জানা গেছে, নতুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামীকাল শনিবার অর্থ মন্ত্রণালয়ের ও বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করবেন।

রবিবার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments