বাংলার প্রতিচ্ছবি । ১৫ সেপ্টেম্বর ২০২৪ !! ১৬:৫৫
বৈরী আবহাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে দেখা যায়, ঘাটে প্রতিটি লঞ্চ নোঙর করে রাখা হয়েছে। অপরদিকে ফেরিঘাটে যানবাহন ও যাত্রী খুবই কম। ঢাকা-খুলনা মহাসড়ক অনেকটাই ফাঁকা। মাঝে-মধ্যে যাত্রীবাহী দু-একটি যানবাহন চলাচল করলেও তেমন কোনও যাত্রী নেই। অনেকক্ষণ পরপর সতর্কতার সঙ্গে একটি করে ফেরি কিছু যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বলেন, ‘বৈরী আবহাওয়ায় শনিবার বেলা ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার আবহাওয়া ভালো হলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হবে। বর্তমানে এ নৌপথে ১৮টি লঞ্চ চলাচল করে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে শনিবার ভোর চারটার পর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর পর থেকে সতর্কতার সঙ্গে ফেরি চলছে। তবে ঘাটে তেমন কোনও যানবাহন ও যাত্রী নেই। ফেরিগুলো ঘাটে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ৮টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে।’