Thursday, November 21, 2024
Google search engine
বাড়িদেশচট্টগ্রামবড় রদবদল ঘটেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে

বড় রদবদল ঘটেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৩ জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং দুটি থানায় ওসি পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত পৃথক আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়েছে। বুধবার সকালে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।

সিএমপি কমিশনার স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়, সিএমপি উপ-পুলিশ কমিশনার (পিওএম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সালাম কবিরকে উপ-পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট), উপ-পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), উপ-পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মোখলেছুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নিষ্কৃতি চাকমাকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. তারেক আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (সরবরাহ), উপ-পুলিশ কমিশনার (সরবরাহ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (উত্তর), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মাহবুব আলম খানকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ানকে উপ-পুলিশ কমিশনার (পিওএম) ও উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কবীর আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) পদে পদায়ন করা হয়েছে।

এডিসি কাজী মো. তারেক আজিজ বলেন, ‘মঙ্গলবার পুলিশ কমিশনারের অপর এক আদেশে পরিদর্শক ইফতার উদ্দিনকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একই থানার ওসি মো. আফতাব হোসেনকে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে বদলি করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পরিদর্শক কাজী মুহাম্মদ সুলতান আহসানকে পদায়ন করা হয়েছে।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments