বাংলার প্রতিচ্ছবি । ০১ ডিসেম্বরে২০২৪ !! ১৩:১০
বাংলার প্রতিচ্ছবি পত্রিকার প্রকাশক ফারুক শিকদারের মমতাময়ী মা ২০০৩ সালের ১লা ডিসেম্বরে জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ১৯৪১ইং সালে বাবা মায়ের কোল আলো করে পৃথিবীতে আসেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে বাংলার প্রতিচ্ছবি পরিবার মর্মাহত এবং গভীরভাবে শোকাহত।
তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন সৎ এবং দায়িত্বশীল ছিলেন । তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন। তার আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই থাকে খুবই ভালোবাসতেন। তিনি মৃত্যুকালে তার স্বামী দেলোয়ার হোসেন শিকদার, এক ছেলে ফারুক শিকদার ও দুই মেয়ে জমিলা বেগম এবং জাহেরা খাতুন কে রেখে গেছেন। তাঁর দীর্ঘ পারিবারিক জীবনের কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা বাংলার প্রতিচ্ছবি পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করে।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং বাংলার প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শ্রদ্ধাঞ্জলি।