Friday, November 22, 2024
Google search engine
বাড়িজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছেন চাকরিপ্রত্যাশী বিক্ষোভকারীরা

প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছেন চাকরিপ্রত্যাশী বিক্ষোভকারীরা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসবভন যমুনায় প্রবেশ করেন।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে এক ঘণ্টার আল্টিমেটাম দেন। সেখানে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি উপস্থাপন করে প্রজ্ঞাপন চান। দাবি না মানলে তারা কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারও সঙ্গে তারা আলোচনা করতে চান না। সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এদিকে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে দুপুর দেড়টার দিকে আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন আহত হন। আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments