বাংলার প্রতিচ্ছবি । ১১ সেপ্টেম্বর ২০২৪ !! ১৫:৪৩
ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে ইরাক গেলেন মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ সেপ্টেম্বর) বাগদাদ পৌঁছেছেন তিনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মুহূর্তে এই সফরের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের কৌশলগত মিত্র ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেন পেজেশকিয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর, প্রথম সফরে পেজেশকিয়ানকে বাগদাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। পরে এই দুই নেতা বৈঠক করবেন।
এক বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস জানিয়েছে, এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং গাজা যুদ্ধ ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
তেল উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম ইরাকে ইরান-সমর্থিত দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মাধ্যমে সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর থেকে দেশটিতে প্রভাব ক্রমশ বাড়িয়েছে ইরান।
ইরাকে বর্তমানে ২,৫০০ মার্কিন সেনা রয়েছে। এছাড়া ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও বাগদাদের নিরাপত্তা বাহিনীর সাথে সম্পর্কিত। এদিকে গত অক্টোবর মাসে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে পাল্টা আক্রমণের ঘটনাও বাড়ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশ বাণিজ্য, কৃষি এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, প্রায় ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
সফরে ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের মেজর-জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতিসৌধ পরিদর্শন করবেন পেজেশকিয়ান। এছাড়া ইরাকি কুর্দিস্তানও সফর করার পরিকল্পনা রয়েছে তার।