বাংলার প্রতিচ্ছবি । ২৯ নভেম্বর ২০২৪ !! ০১:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাব ডোমেইন ওয়েবসাইট (ssl.du.ac.bd) হ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ওয়েবসাইটটি হ্যাক হয়। তবে নির্দিষ্ট সময় জানা যায়নি।
ওয়েবাসাইটে ঢুকলে শুরুতেই কালেমা লেখা দেখাচ্ছে। সেখানে একটি বার্তা দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে হ্যাকাররা তাদের পরিচয় দিয়ে ইংরেজিতে বলে, ‘উই আর মুসলিম ব্ল্যাকহেটস অ্যান্ড স্পাই এজেন্টস’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি বার্তা দিয়ে হ্যকাররা লিখেছে, ‘আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশবিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
তারা আরও লিখেছে, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনও দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনও ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।’
নিচে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়।
#banISKCON
#banProthomAlo
#justiceshouldbeserved
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশাকে জানালে তিনি তাৎক্ষণিক আইসিটি সেলের পরিচালককে জানাচ্ছেন বলে জানান।
আইসিসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষারের সঙ্গে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।