বাংলার প্রতিচ্ছবি । ২১ অক্টোবর ২০২৪ !! ১৬:৫৯
রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা আনতে পুলিশের সঙ্গে কাজ করতে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হচ্ছেন শিক্ষার্থীরা। প্রাথমিক অবস্থায় ৩০০ শিক্ষার্থী এই কাজে যুক্ত হচ্ছেন। পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বাড়বে। আর এর জন্য শিক্ষার্থীদের সম্মানীও দেওয়া হবে।
সোমবার (২১ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইন্সে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) ডিএমপির ট্রাফিক পক্ষ-২০২৪ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পূর্ব ঘোষণা অনুসারে ডিএমপির ট্রাফিক পক্ষের কার্যক্রমে প্রাথমিকভাবে ৩০০ শিক্ষার্থীকে সম্মানীসহ যুক্ত করা হয়েছে। পরে এর সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের আমরা একটা সম্মানী দেবো, এ সম্মানীটা এখানে বলতে চাইছি না। একটা রিজনেবল সম্মানী তাদের দেবো।’
তিনি বলেন, ‘এই ছাত্র ভাইয়েরা যদি রাস্তায় থাকেন তাহলে, ট্রাফিক নিয়ন্ত্রেণ আরও সহজ হবে। আপনারা দেখেছেন ৫ আগস্টের পরে তারা রাস্তায় ভালো কাজ করেছে। এখন আমাদের সঙ্গে কাজ করে, তারা হয়তো রাস্তার পরিস্থিতিটা কিছুটা উন্নত করতে পারবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৈধ-অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করে ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। শুধু সরকার কিংবা পুলিশের মাধ্যমে কাজ করে ঢাকার ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নগরে বসবাসকারী প্রত্যেকটি জনগণের সস্পৃক্ত করা।’