Friday, November 22, 2024
Google search engine
বাড়িজাতীয়জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন, এটির সিদ্ধান্ত হয়েছে।’

এই সফর সংক্ষিপ্ত সফর হবে জানিয়ে তিনি বলেন, ‘ওয়াশিংটনে গেলেও কিছু কাজ হতে পারতো। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন।’

নিউ ইয়র্কে কিছু বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, ‘এখন নির্দিষ্ট করে কিছু বলতে চাই না। কারা কারা আসবে এটি আমরা চূড়ান্ত জানি না।’

যুক্তরাষ্ট্রের কার কার সঙ্গে বৈঠক হতে পারে জানতে চাইলে তিনি বলেন, কিছু কথা বার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে স্পেসিফিক বলতে পারি না। নিউইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

প্রসঙ্গত, রাষ্ট্র বা সরকারপ্রধানরা ওয়াশিংটনে গেলে হয় দ্বিপক্ষীয় বৈঠক। আর নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে হয় সাইডলাইন বৈঠক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments