Tuesday, December 3, 2024
Google search engine
বাড়িদেশচট্টগ্রামচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬ জন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৬ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪২ এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ জন রোগী। তবে এদিন কেউ মারা যাননি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর দুই হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ২৩৭ জন, নারী ৬১৮ জন এবং শিশু ৩৮৫ জন। আক্রান্তদের মধ্যে এক হাজার ৪০৫ জন নগরীর এবং ৮৩৫ জন জেলার বাসিন্দা।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে অক্টোবরে ২ জন এবং সেপ্টেম্বরই মারা গেছেন ১১ জন।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি লোহাগাড়ায় ১৮৭ জন, সাতকানিয়ায় ১০৮ জন, সীতাকুণ্ডে ৮৫ জন ও চন্দনাইশে ৫৬ জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments