বাংলার প্রতিচ্ছবি । ১৬ অক্টোবর ২০২৪ !! ১৭:৩৯
চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাসবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি সড়ক) সড়কের সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের বড়ুয়া পাড়া এলাকার সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩) ও একই উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের পানিরছড়া এলাকার নুরুল ইসলাম টুনুর ছেলে ওয়াসিফ রায়হান (১৬)। ওয়াসিফ মহেশখালী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এক ভাই এক বোনের মধ্যে দ্বিতীয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে মহেশখালী ফেরার পথে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের নতুনদীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই জন নিহত হন। গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ও নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতরা হলেন- মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১) ও সিএনজি অটোরিকশা চালক জাবের আহমদ (১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল বলেন, গ্যাসবাহী ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ঘাতক চালক পলাতক রয়েছে।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা বাঁশখালী রামদাস হাট পুলিশ ফাঁড়ির এসআই শাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।