Friday, November 22, 2024
Google search engine
বাড়িদেশচট্টগ্রামখাগড়াছড়িতে শপথ নিলেন নতুন ৭৫৮ সেনাসদস্য

খাগড়াছড়িতে শপথ নিলেন নতুন ৭৫৮ সেনাসদস্য

খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথগ্রহণ ও সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে ২০২৪ সালে রিক্রুট হওয়া নবীন সেনাসদস্যদের নিয়ে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হন নবীন সৈনিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড সালাম গ্রহণ করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এরপর প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন বিষয়ে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য ৬ জন নবীন সৈনিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

দীঘিনালা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর নবীন ৭৫৮ জন সদস্য শপথগ্রহণ করেন।

শপথগ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বলেন, ‘দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব সূচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন তারা।’

শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments