Thursday, November 21, 2024
Google search engine
বাড়িদেশচট্টগ্রামকক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে মুছে দেওয়া হলো ‘নৌকা’

কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে মুছে দেওয়া হলো ‘নৌকা’

আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম ধাপ হিসেবে কক্সবাজার সরকারি কলেজের লোগো সংশোধন করা হয়েছে। লোগো থেকে ‘নৌকা’ সরিয়ে নতুন করে সংযুক্ত করা হয়েছে ‘সূর্য-কলম’। কলেজটিকে নতুন আঙ্গিকে সাজাতে এবং কাজে গতিশীলতা আনতে লোগোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৩০ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

কক্সবাজার সরকারি কলেজের সাবেক ছাত্র মিজবাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কলেজের লোগোতে পরিবর্তন আনতে বলে আসছিলাম । কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে না।’

আরেক শিক্ষার্থী খোরশেদ বলেন, ‘এতদিন কলেজটি একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল। এখন আস্তে আস্তে প্রভাবমুক্ত হচ্ছে।’

সংশোধিত লোগের বিবরণ

১) ২১টি তারা (একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস)

২) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)

৩) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত-২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)

৪) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)

৫) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ)

৬) সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments