Friday, November 22, 2024
Google search engine
বাড়িজাতীয়এখন জন্মনিবন্ধন সনদ পাওয়া যাবে ডিএনসিসির আঞ্চলিক অফিসে

এখন জন্মনিবন্ধন সনদ পাওয়া যাবে ডিএনসিসির আঞ্চলিক অফিসে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সকল ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম কাউন্সিলর অফিস থেকে আঞ্চলিক অফিসে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ আঞ্চলিক অফিস থেকে নেওয়া যাবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এসব সনদ দেওয়ার কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন মোতাবেক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ১৩ক প্রয়োগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলরদেরকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। ডিএনসিসি’র সকল ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম (নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ) পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments