বাংলার প্রতিচ্ছবি । ০৬ অক্টোবর ২০২৪ !! ২১:৪৮
জুলাই হত্যাকাণ্ডে ১০৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শারমীন এস মুরশিদ বলেন, ‘শিশু যারা শহিদ হয়েছে আর শিশু পরিবার যারা আক্রান্ত হয়েছে তাদের ১০৫ জনকে আমরা আগামী কাল ৫০ হাজার করে টাকা দেব শিশু দিবস উপলক্ষ্যে এবং একটি মানপত্র দেবো।’
উপদেষ্টা জানান, সরকারের দুই মাসে নারী ও শিশু নির্যাতন কমাতে, নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার টার্গেট নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক কাজে গতিশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি আরও জানান, সব সরকারি-বেসরকারি অফিসে ডে কেয়ার চালুর উদ্যোগ থাকবে।