বাংলার প্রতিচ্ছবি । ২১ নভেম্বর ২০২৪ !! ১৩:৪৩
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এআর রহমান। ২০২৪ সালের শেষে এসে ভক্তদের মন খারাপ করে দিলেন। কাজের মাধ্যমে নয়, তার ব্যক্তিজীবনে বিচ্ছেদের সুর বেজেছে। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস
অস্কারজয়ী এই সংগীত পরিচালক এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন। এ প্রসঙ্গে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রাহমানের (এআর রাহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল।’ ‘একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমানে উভয় পক্ষই মিটমাট করতে সক্ষম নন।’ যে বিবৃতি ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে।
১৯৯৫ সালে এআর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের তিন সন্তান– খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন।