Friday, November 22, 2024
Google search engine
বাড়িদেশঢাকাউত্তরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ১৩ জন গ্রেফতার

উত্তরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ১৩ জন গ্রেফতার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আলতাফ ও তার ১৩ সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর এবং দক্ষিণখানের মধ্যবর্তী বাইদা বস্তি এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হোতা শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফ ও তার ১৩ জন সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে— মো. সোহাগ, মো শামীম, মো. নবী, মো. সুলতান, মো. সোহেল, মো. আশিক, মো. সুমন ইসলাম, মো. শাহিন, শরিফুল, সাগর, ময়না বেগম, সেলিনা, রহিমা। তাদের কাছ থেকে নগদ অর্থ, মাদক এবং বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১০টি মামলা রয়েছে।

এছাড়া গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার অস্ত্র লুটের সঙ্গে আলতাফ এবং তার বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে।

নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আইএসপিআর জানায়, এই বাইদা বস্তি অপরাধের এক অভয়ারণ্য। যা ব্যবহার করে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক ঠোঁট কাটা আলতাফ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতো। আটক সন্ত্রাসীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments