Friday, November 22, 2024
Google search engine
বাড়িআন্তর্জাতিকইসরায়েলি হামলায় গাজার আল-আকসা মসজিদে নিহত ২১

ইসরায়েলি হামলায় গাজার আল-আকসা মসজিদে নিহত ২১

বাংলার প্রতিচ্ছবি । ০৬ অক্টোবর ২০২৪ !! ১২:৪৮

বার গাজার একটি মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েলি বাহিনী। এতে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত অনেকেই। হতাহতের সংক্যা বাড়তে পারে। রবিবার (৬ অক্টোবর) সকালে মধ্য গাজার দেইর-এল-বালাহ এলাকার আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারানো বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ওই মসজিদটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতো হামাস। যদিও এ দাবির পক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী বলেছে, হামাসের বিরুদ্ধে নির্ভুল আক্রমণ চালিয়েছে তারা। সাহদা আল-আকসা মসজিদটিকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল।

ইসরায়েল-হামাস রক্তক্ষয়ী যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। এর জেরে গাজায় এখনও ইসরায়েলি অভিযান চলছে। তাদের হামলায় এ পর্যন্ত অন্তত  ৪১ হাজার ৮২৫  ফিলিস্তিনি নিহত হয়েছে।  আহত হয়েছে কমপক্ষে ৯৬ হাজার ৯১০ জন। যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments