বাংলার প্রতিচ্ছবি । ২১ আগষ্ট ২০২৪ !! ১৫:১৫
ইরানের ইয়াজদ শহরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন পাকিস্তানি নিহত ও আরও ২৩ জন আহত হয়েছেন। তেহরানে অবস্থানরত পাকিস্তানি রাষ্ট্রদূত মুদাসসির টিপু বলেছেন, মঙ্গলবার (২০ আগসট) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানি বার্তা সংস্থা দ্য ডন এই খবর জানিয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টিপু বলেছেন, ‘একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় ইয়াজদ শহরে গত রাতে বাস দুর্ঘটনায় ২৮ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। আহত আরও ২৩। এই শোক প্রকাশ করার ভাষা আমার জানা নেই। তবে আমি কথা দিচ্ছি, নিহতদের দেশে ফেরত পাঠাতে আর আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
তিনি আরও জানিয়েছেন, ইয়াজদের উদ্দেশ্যে পাকিস্তানি কর্মকর্তারা রওনা দিয়েছেন। তিনি ইরানের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে যাচ্ছেন।
তার আগে রাষ্ট্র পরিচালিত ‘রেডিও পাকিস্তান’ জানিয়েছিল, দুর্ঘটনায় অন্তত ৩৫ জন পাকিস্তানি নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। ব্রেক অকেজো হয়ে যাওয়ায় বাসটি দুর্ঘটনার শিকার হয়েছিল বলে তারা জানিয়েছে।
হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি। নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে এবং আহতদের যথাযথ সহায়তা প্রদান করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভুক্তভোগী পরিবারগুলোর সম্ভাব্য সবরকম সহায়তা করার জন্য ব্যবস্থা নিতে পাকিস্তানের তেহরান মিশনকে নির্দেশ দিয়েছেন।