Thursday, November 21, 2024
Google search engine
বাড়িখেলাইউরোপিয়ান ক্লাবে খেলার প্রস্তাব পেলো সাবিনা-ঋতু

ইউরোপিয়ান ক্লাবে খেলার প্রস্তাব পেলো সাবিনা-ঋতু

নারীদের সাফে টানা দ্বিতীয় সাফল্যের পর এবার ইউরোপিয়ান ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন ও উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। নর্থ মেসিডোনিয়ান উইমেন্স লিগে খেলা ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের। বর্তমানে লিগের শীর্ষ দল টিভেরিজা।

বাফুফে ভবনে নর্থ মেসিডোনিয়ান ক্লাবের পক্ষ থেকে খেলার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। শনিবার সাবিনা খাতুন বলেছেন, ‘নর্থ মেসিডোনিয়ান ক্লাবের পক্ষ থেকে আমি ও ঋতু প্রস্তাব পেয়েছি। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। কারণ সেখানে ভিসা জটিলতার বিষয় রয়েছে।’

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে দেশের বাইরে খেলার গৌরব অর্জন করেছেন সাবিনা। তিনি আরও জানান, ইউরোপিয়ান ক্লাবটির পক্ষ থেকে শুরুতে ৪জনকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে, ‘শুরুতে ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে ৪জনকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু জানুয়ারি থেকে তারা দু’জনকে চাইছে। তারা এখন লিগের শীর্ষ দল।’

সাবিনা ভারতের উইমেন্স লিগে অভিষেক করেছেন ২০১৮ সালে। খেলেছেন সেথু এফসির হয়ে। গতবার অবশ্য খেলেছেন কিকস্টার্টে। গত আগস্টে অবশ্য সাবিনার সঙ্গে মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা ভুটানিজ ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এসসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগে অভিষেক করেছেন।

ব্রেরা টিভেরিজায় বর্তমানে দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ব্রাজিলের গোয়া টেচুরি হারুমি ও যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কোপলে জেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments