Wednesday, December 4, 2024
Google search engine
বাড়িখেলাআমোরিমের ম্যানইউর প্রথম জয়

আমোরিমের ম্যানইউর প্রথম জয়

ম্যানইউতে প্রথম জয়ের স্বাদ পেলেন রুবেন আমোরিম। বৃহস্পতিবার ইউরোপা লিগে তার দল পেছনে থেকেও বোদো/গ্লিমটকে ৩-২ গোলে হারিয়েছে।

কিপার নিকিতা হাইকিনের হাস্যকর ভুলে প্রথম মিনিটের মধ্যে এগিয়ে যায় ম্যানইউ। সতীর্থের একটি ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন বোদো কিপার। ওদিকে রাসমুস হয়লুন্দ বল পেয়েই পাস দেন আলেহান্দ্রো গারনাচোকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড খুব কাছ থেকে গোলমুখ খোলেন।

ম্যাচে নাটকীয় মোড় নেয় কিছুক্ষণ পর। নরওয়েজিয়ানরা দ্রুত সময়ে দুটি গোল করে এগিয়ে যায়। ১৯তম মিনিটে উঁচু কোনাকুনি শটে হাকোন এভজেন সমতা ফেরান। টাইরেল মালাসিয়াকে বোকা বানিয়ে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন ফিলিপ জিঙ্কারনাগেল। নিস্তব্ধ হয়ে যায় ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি।

বিরতির ঠিক আগে ইউনাইটেড সমতা ফেরায়। নাসোইর মাজরাওয়ি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। হয়লুন্দ বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম ছোঁয়াতেই হয়লুন্দ জাল কাঁপান। এর কিছুক্ষণ আগে ম্যাসন মাউন্ট ক্রসবারে আঘাত করেন।

ম্যানইউ আর কোনও গোলের দেখা পায়নি। তবে ওনানা দুটি দারুণ সেভে তাদের তিন পয়েন্ট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাতে করে ৯ পয়েন্ট নিয়ে বোদোর ঠিক ওপরে ১২তম স্থানে তারা।

আমোরিমের অভিষেক ম্যাচে ম্যানইউ প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments