বাংলার প্রতিচ্ছবি । ২৭ সেপ্টেম্বর ২০২৪ !! ২২:২৫
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার গোবিন্দ জিওর মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার।
আটক ইয়াসিন মিয়া (৩০) উপজেলার গজন্দর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে দাবি পুলিশের।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপূজায় গোবিন্দ জিওর মন্দিরে মূল কীর্তন হয়। এ মন্দিরের জন্য প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রতিমায় রঙের কাজ চলছে। ভোর ৪টার দিকে ইয়াসিন প্রথমে তিনটি প্রতিমা ভাঙচুর করেন।
পরে একটি প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এষ বলেন, “আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করতে চাই। উপজেলার সবচেয়ে বড় পূজার জন্য তৈরি করা প্রতিমা ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। হামলাকারীর পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে।”
মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সাহা বলেন, “দুর্গাপূজাকে সামনে রেখে একটি গোষ্ঠী মন্দিরে হামলা করে শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা করছে। এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ওসি মির্জা মাযহারুলের দাবি, আটক যুবক মানসিক ভারসাম্যহীন। তার প্রতিবন্ধী কার্ড আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।