বাংলার প্রতিচ্ছবি । ২৭ সেপ্টেম্বর ২০২৪ !! ১৫:১৫
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্ক শহরে এই আলোচনা অনুষ্ঠিত হবে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়, দুই দেশের সর্বোচ্চ কূটনীতিবিদের মধ্যে আন্তর্জাতিক সময় ৫টা ৩০ মিনিটে বৈঠক আয়োজন করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে এ মুহূর্তে নিউইয়র্কে অবস্থান করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
আধিপত্য বিস্তার নিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে বেশ কিছু ইস্যুতে সংঘর্ষ চলছে। যেমন বাণিজ্য যুদ্ধ, তাইওয়ান ইস্যু, গাজা যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া সংকট ইত্যাদি।
চলতি সপ্তাহে, ওয়াশিংটনের কাছে বেইজিং সমস্ত চীনা পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন ও রাশিয়ার সুসম্পর্ককে নেতিবাচকভাবে দেখছে হোয়াইট হাউজ। অন্যদিকে তাইওয়ানের প্রতি মার্কিন সমর্থন নিয়ে ওয়াশিংটনের ওপর বিরক্ত বেইজিং।
আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি না দিলেও তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে যুক্তরাষ্ট্র। আবার এদিকে বেইজিংয়ের সঙ্গে হাজারো প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন।
চলতি মাসে মার্কিন পররাষ্ট্র উপমন্ত্রী কার্ট ক্যাম্পবেল বলেছেন, মার্কিন প্রশাসনের জন্য স্নায়ুযুদ্ধের সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জ তৈরি করছে চীন।
এদিকে, চীনের সঙ্গে কোনও স্নায়ুযুদ্ধে জড়াতে নিজেদের অনীহার কথা বেশ স্পষ্টভাবে ব্যক্ত করে আসছে বাইডেন প্রশাসন। কিন্তু দুই পরাশক্তির মধ্যে ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার মাত্রা নয়া এক স্নায়ুযুদ্ধের সূচনা বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
দুইপক্ষ নিজেদের মধ্যে যোগাযোগের সুযোগ উন্মুক্ত রেখেছে। গত মাসে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, শি জিন পিং ও জো বাইডেনের মধ্যে শীঘ্রই একটি ফোনালাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।