প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫ বছর পর সমার্বতন, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

বাংলার প্রতিচ্ছবি : একাদশ সমাবর্তনের পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমার্বতন। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি পরে জানানো হবে।
এদিকে, সমাবর্তনের ঘোষণা আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সমাবর্তনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী মো. সামিউল আলম বলেন, ‘একজন স্নাতকধারীর সবচেয়ে বড় অর্জন হচ্ছে সমাবর্তনের দিনে তার এই চার-পাঁচ বছরের ক্যাম্পাস জীবনের স্মৃতি, গর্ব এবং অভিজ্ঞতাকে কালো গাউনে রূপান্তরিত করা। অবশেষে আমি সেই মাহেন্দ্রক্ষণে নিজেকে শামিল করতে যাচ্ছি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি, বাবা-মায়ের কঠোর পরিশ্রমের ফল হিসেবে তাদের এই দিনটি উৎসর্গ করতে পারবো। বন্ধুবান্ধব, সহপাঠী ও সিনিয়রদের নিয়ে একসঙ্গে এই মুহূর্তটি উদযাপন করতে মুখিয়ে আছি।’
সমাবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘আগামী ১৭ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন আয়োজন করতে যাচ্ছে। আমরা এই আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি