প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
শাহজালাল বিমানবন্দরে জব্দ বিপুল পরিমাণ সিগারেট

বাংলার প্রতিচ্ছবি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২২ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ও রাতে এগুলো জব্দ করা হয়।
কাস্টমস প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার ইফতেখায়েরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে বিদেশি সিগারেট আসছে। এর পর একাধিক যাত্রীর কাছ থেকে ৬৫০ কার্টন বিদেশি সিগারেট, উচ্চ মাত্রার মার্কারি, হাইড্রোকুইননযুক্ত ৬৫ কেজি গোরী ক্রিম, কসমেটিক্স ১০০ কেজি ও ১০টি স্যামসাং মোবাইল আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৭০ হাজার টাকা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান ইফতেখায়েরুল ইসলাম।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি