প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
আগামী মাসের মধ্যেই সবাই বই পাবেন: প্রেস সচিব

বাংলার প্রতিচ্ছবি : অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পাঠ্যপুস্তক নিয়ে আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, বাজারে নানা অপপ্রচার চালানো হচ্ছে যে, আগের সরকারের আমলে একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব করতেন, দেখানো হতো যে পাঠ্যপুস্তক সবাই জানুয়ারির ১ তারিখে পাচ্ছেন। কিন্তু আসলে আমরা যেগুলো তথ্য পাচ্ছি, ২০১০ সালের পর থেকে বেশিরভাগ সময় পুরোপুরি বিতরণ হতে মার্চ, আবার কোনও কোনও বছর জুলাই মাসও হয়েছে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এমনও হয়েছে যারা কাগজ উৎপাদন করেন তাদের সঙ্গেও সরকার বসেছে।
শফিকুল আলম আরও জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা বর্ষা মৌসুমে দ্রুত নিরসন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া ট্র্যাফিক সমস্যা নিয়ে নগরবাসী দীর্ঘদিন ভুগছে। সেটি কত দ্রুত সমাধান করা যায় তা এবং কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটি নিয়ে উপদেষ্টা পরিষদে বড় আলোচনা হয়েছে। সামনে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ দেখা যাবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি