প্রিন্ট এর তারিখঃ Dec 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 5, 2025 ইং
জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের পুরুষ সদস্যদের জন্য সঞ্চয়পত্র ক্রয়ের বয়সসীমা শিথিল

বাংলার প্রতিচ্ছবি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পুরুষ সদস্যরা যদি পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সেক্ষেত্রে একজন পুরুষ পারিবারিক সঞ্চয়পত্রের ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে রবিবার (৫ জানুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের রাষ্ট্রিয় সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়ে একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর।
এই প্রজ্ঞাপন দুটি জারি করার ফলে জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের নারী পুরুষ নির্বিশ্বাসে যেকোনও বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দ্বারা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।
উল্লেখ্য, বিদ্যমান বিধান অনুযায়ী যেকোনও বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ ব্যতীত অন্য বয়সের পুরুষরা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন না। তাই শহীদ পরিবারের পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করলো।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি