প্রিন্ট এর তারিখঃ Jan 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
মিডিয়া, রাজনীতি, রাষ্ট্রের সংস্কারের জন্য যখন লড়াই, তখন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো আক্রান্ত

বাংলার প্রতিচ্ছবি: সম্পাদক পরিষদ সভাপতি ও নিউ এইজ সম্পাদক নুরুল কবীর বলেছেন, সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্ন ভিন্নভাবে মানুষ কথা বলবে– এই বৈচিত্র জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইটা মনে রেখে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি। আমরা আশা করি, আপনাদের যা যা চিন্তা, যা ভাবনা সেগুলো একসঙ্গে করে সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারবো।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত গণমাধ্যম সম্মিলনে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।
নুরুল কবীর বলেন, নিজেদের মধ্যে একদিকে যেমন সংঘবদ্ধতার প্রয়োজন, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে, তেমনই গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে। সংবাদপত্র অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠান এগুলো কেবলমাত্র ২০০-৫০০-১০০০ সাংবাদিকের মনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার একমাত্র হাতিয়ার নয়। এগুলো যদি সচল না থাকে, সক্রিয় না থাকে, এগুলো যদি উচ্চকণ্ঠ না হতে পারে, তবে গোটা সমাজের মধ্যে নানা ধরনের অধিকার ব্যহত হতে বাধ্য। যেকোনও দেশে গণমাধ্যমের বিকাশ এবং সেই সমাজের সার্বিক গণতান্ত্রিক বিকাশ একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে।
নুরুল কবীর বলেন, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার যে উৎক্রমণকাল, যে ট্রানজিশন, সে ট্রানজিশনের মধ্য দিয়ে যখন যাচ্ছি, এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গপ্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য, যখন লড়াই হচ্ছে তখন এই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হচ্ছে। এই আক্রমণে জুলাই যুদ্ধের নাম নিয়ে জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে, তার সব প্রমাণ আমাদের হাতে কাছে। আমরা পরিষ্কারভাবে জানি, এই ঘটনার মধ্যে যারা ছিলেন তারা জুলাইয়ের যে মৌলিক চেতনা, জুলাইয়ের যে গণতান্ত্রিক চেতনা, আর সেই জুলাইকে ব্যবহার করে সেই চেতনাকে ধ্বংস করবার চেষ্টায় লিপ্ত রয়েছেন। ফলে এরকম একটা সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের সঙ্গবদ্ধতা দরকার। প্রত্যেকের সচেতন সংগ্রামের মধ্যে শামিল হওয়া দরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি