প্রিন্ট এর তারিখঃ Jan 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 17, 2026 ইং
ফকিরহাটে ট্রাকের চাপায় নিহত বাইসাইকেল আরোহী

বাংলার প্রতিচ্ছবি (প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবিদ মোড়ল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার টাউন–নওয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবিদ মোড়ল ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের বাসিন্দা এবং মৃত দিদার মোড়লের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে আবিদ মোড়ল টাউন–নওয়াপাড়া বাজার থেকে বাইসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় মহাসড়ক অতিক্রম করার সময় খুলনা অভিমুখী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি