প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 15, 2026 ইং
কোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বাংলার প্রতিচ্ছবি: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী হাট এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
পরে রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান।
এদিকে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, রাকিব মিয়া নামে এক ব্যক্তি মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট এলাকায় একটি রুম ভাড়া নিয়ে চ্যালেঞ্জ কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার খোলে শিক্ষার্থীদের সেখানে প্রাইভেট পড়ানো হত। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের বানিয়ারজান গ্রামে। তার বাবার নাম রুশু মিয়া। তার বাবাও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ভুক্তভোগীর অভিযোগ, রাকিব প্রাইভেট পড়ানোর নামে তাকে কয়েকদিন ধরে অন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর তাকে ভালো করে পড়ানোর নামে জোর করে ধর্ষণ করে। প্রতিবাদ করলে বিয়ে করার আশ্বাস দেয়। তবে বিষয়টি কাউকে না জানানোর কথা বলে। বিষয়টি নিয়ে স্কুলছাত্রী তার বাবা মা ও স্বজনদের জানায়। একইভাবে আরও শিক্ষার্থীদেরও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার রাতে স্থানীয়দের নিয়ে আপসের জন্য ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত সবার সামনে রাকিব ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে “টাইম পাস” করেছে বলে দাবি করে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাকিবকে আটক করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে কোচিং সেন্টার ঘেরাও করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতা ধর্ষক রাকিবকে পুলিশের হাতে তুলে দেয়।
মিঠাপুকুর থানার ওসি নুরু জ্জামান বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথারীতি ভুক্তভোগী ওই কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাকিবকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি