প্রিন্ট এর তারিখঃ Jan 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
মোবাইল আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

বাংলার প্রতিচ্ছবি: মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে বড় ধরণের শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানিকৃত পূর্ণাঙ্গ মোবাইল ফোনে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে আমদানি শুল্ক কমেছে প্রায় ৬০ শতাংশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর ফলে ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি আমদানিকৃত মোবাইল ফোনের দাম আনুমানিক সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে এ খাতে আমদানি শুল্ক কমেছে ৫০ শতাংশ।
এনবিআর বলছে, শুল্ক কমানোর ফলে দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা পর্যন্ত কমবে।
জাতীয় রাজস্ব বোর্ডের আশা, মোবাইল ফোন আমদানি ও সংযোজন উপকরণে উল্লেখযোগ্য শুল্ক ছাড়ের ফলে সব ধরণের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি