প্রিন্ট এর তারিখঃ Jan 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা

বাংলার প্রতিচ্ছবি: অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে এক বছর করে মোট তিন বছরের সাজা দিয়েছেন আদালত।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান বুধবার এই তিন মামলার রায় ঘোষণা করেন।
নুরুল আবছার কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা তিনটি করা হয়।
দুদকের পিপি রেজাউল করিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি মামলার প্রত্যেকটিতে এক বছর করে কারাদণ্ড, জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।”
আসামি নুরুল আবছার জামিন নিয়ে পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ সালে রাষ্ট্রপতির অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন সে সময়ের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা।
ওই মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায়ে নুরুল আবছারকে এক বছরের সাজা, ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আরেক মামলায় কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে উন্নয়ন কাজের ৯০টি চেকের মাধ্যমে ৩৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
এ মামলায় নুরুল আবছারকে এক বছরের সাজা, ৩৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় আরেক মামলায় ১৩ লাখ ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাকে এক বছর কারাদণ্ড, ১৩ লাখ ২৭ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি