প্রিন্ট এর তারিখঃ Jan 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
বিএনপি চেয়্যারম্যান তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

বাংলার প্রতিচ্ছবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন এ বি এম আবদুস সাত্তার, যিনি তার মা দলের প্রয়াত চেয়ারপারসন খালেদার জিয়ার সঙ্গে ছিলেন একই দায়িত্ব নিয়ে।
এছাড়া তারেক রহমানের প্রেস সচিব হয়েছেন এ এ এম সালেহ (সালেহ শিবলী)। শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা দুইজনই বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য।
আবদুস সাত্তার নতুন এই নিয়োগের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন।
চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন সালেহ শিবলী।
তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলা বাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোরর্টার হিসেবে কাজ করেছেন।
রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি