প্রিন্ট এর তারিখঃ Dec 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
জলঢাকায় হাদী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

বাংলার প্রতিচ্ছবি (জলঢাকা প্রতিনিধি) :
জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে প্রকাশ্য দিবালোকে মহাসড়কে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা সেচ্ছাসেবক দল।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবির লেলিনের নেতৃত্বে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ র্যালী বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপজেলা জিয়ামঞ্চের সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়নের সভাপতিত্বে এবং পৌর যুব দলের আহ্বায়ক আবু তোরাব ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবির লেলিন।
এসময় আরও বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মালেকুজ্জামান দুলাল, উপজেলা যুব দলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, বিএনপি নেতা ওমর ফারুক ছোট বাবু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, তাতী দলের সভাপতি আলমগীর হোসেন এবং উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক সফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা নিহত জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহাজাহান কবির লেলিন বলেন, “জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন একজন মেধাবী তরুণের নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাব।”
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি