প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
সাবেক আইজিপি মামুনের সাজা নিয়ে যা বললেন নাহিদ

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এক প্রতিক্রিয়ায় এ অসন্তুষ্টির কথা জানান তিনি।
নাহিদ বলেন, আমার এই রায়কে স্বাগত জানাই। তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই, এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহীদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার শান্তি পাবে, আমরা শান্তি পাবো।
সাবেক আইজিপির সাজা নিয়ে তিনি বলেন, চৌধুরী মামুনের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো—হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন, আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে একমাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা, কামালসহ বাকী আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে।
নির্বাচনের পরেও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে সেই দাবি জানান নাহিদ।
বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি