প্রিন্ট এর তারিখঃ Nov 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
মাদারীপুরে ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর চালায় হামলাকারীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছের গুড়ি ফেললে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। তবে এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, বর্তমানে যে কোনো পরিস্থিতিতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি